2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

৩ দফা দাবিতে রাজধানীতে বাম ছাত্র-যুব সংগঠনের জমায়েত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শুন্যপদ পূরণ,আউট সোর্সিং বন্ধ করা সহ ৩ দফা দাবিতে রাজধানীতে বাম ছাত্র- যুব সংগঠনের জমায়েত। চার বাম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে হয় বিক্ষোভ সভা। এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ-এর যৌথ উদ্যোগে এই সভা হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে।

উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা অমল চক্রবর্তী ছাড়াও চারটি সংগঠনের নেতৃত্ব নবারুণ দেব, পালশ ভৌমিক, কুমুদ দেববর্মা, কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। যুব নেতা নবারুণ দেব রাজ্য সরকারের অধিন বিভিন্ন দপ্তরে প্রায় ৩০ হাজার শূন্য পদ পরে রয়েছে। সেই সকল শূন্য পদ গুলি দ্রুত পূরণের দাবি জানান নবারুন দেব। একই সাথে বিভিন্ন দপ্তরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করার দাবি জানান।তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

নবারুন দেব বলেন রাজ্যের প্রায় দেড় হাজার ছেলে মেয়ের ৮৩ দিনের বেতন না দিয়ে চলে গেল ফিডকো। সেই সকল ছেলে মেয়েরা বর্তমানে নিজেদের কপাল চাপড়াচ্ছে। ফিডকোকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে রতন লাল নাথের নেতৃত্বে বিদ্যুৎ দপ্তর বলে অভিযোগ তাঁর। অথচ যারা টাকা পেল না, তাদের বিষয় নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী একটা কথাও বললেন না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব হন তিনি।

নবারুন দেব এইদিন অভিযোগ করেন রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক নেই। ক্লাস হচ্ছে না। ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে আর দুপুরে বাড়ি ফিরে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে পরিকল্পিত ভাবে প্রতি বছর দুই থেকে আড়াই হাজার শূন্য পদ অবলুপ্তি করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন নবারুন দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service