জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে রাজ্যের কর্মচারীদের সব বকেয়া এবং সুযোগ-সুবিধা প্রদানের দাবি উঠল। ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে এই দাবি উত্থাপিত হল। শনিবার আগরতলা প্রেসকাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগরতলা প্রেসকাবে শনিবার ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হয় সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশের মধ্য দিয়ে। প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির সম্পাদক শংকর সেনগুপ্ত। এই বার্ষিক প্রতিবেদনের উপর সংগঠনের বিভিন্ন সদস্য বক্তব্য পেশ করেন। রাজ্য সম্মেলন থেকে ৩৭ দফা দাবি সনদ গৃহীত হয়। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ন্যায় ২৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
এদিন সম্মেলন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শংকর সেনগুপ্ত আরো জানান ,রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বদলির হিড়িক চলছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই বদলি অবিলম্বে বন্ধ করতে হবে ।তিনি অভিযোগ করে বলেন ,সংগঠনের অনেক সদস্য ও সদস্যাদের এই সম্মেলনে যোগদান করতে বাধা দান করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানান তিনি।
এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে সদস্যরা যোগদান করেন। সম্মেলন থেকে আগামী দিনে কর্মচারীদের স্বার্থে এই সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave feedback about this