2025-05-08
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে জয়পুরে অনুষ্ঠিত চৌপাল বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বুধবার রামনগর মন্ডলের অন্তর্গত ৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে জয়পুরে অনুষ্ঠিত হয় এক বিশেষ চৌপাল বৈঠক। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রভারি ডাঃ রাজদীপ রায় এবং মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ডাঃ বিপিন দেববর্মা, সদর শহর জেলার সভাপতি শ্রী অসীম ভট্টাচার‍্য এবং সংশ্লিষ্ট ওয়ার্ড গুলির কর্পোরেটরগণ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রভারি ডাঃ রাজদীপ রায় বলেন, বিজেপিকে কংগ্রেস ও কমিউনিস্টরা বহুবার হিন্দুদের দল বলে প্রচার করার চেষ্টা করেছে।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির মাধ্যমে প্রমাণ করেছেন যে বিজেপি সবার জন্যে উন্নয়নের দল। বর্তমান কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্পে জাত-ধর্মের ভিত্তিতে কোনওরকম বৈষম্য করেনি। তিনি আরও বলেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের কল্যাণই এই দলের একমাত্র লক্ষ্য।

চৌপাল বৈঠকের মাধ্যমে দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সরকারের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচি বিজেপির আদর্শ, ঐক্য এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান দলীয় নেতৃত্ত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service