2026-01-31
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

২৭ জনের মৃত্যুতেও ভোটব্যাঙ্ক রাজনীতি! মমতাকে কটাক্ষ অমিত শাহের

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্যেষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার মাতুয়া এবং নামাসুদ্র সম্প্রদায়কে হুমকির মুখে ফেলছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে গত কর্মী সম্মেলনে তিনি বলেন, মাতুয়া ও নামাসুদ্র সম্প্রদায়ের কোনো ভয় থাকা উচিত নেই।

শ্রী শাহ আরও বলেন, তৎপরতা কীভাবে প strain প্রসেসের বিরোধী হোক না কেন, তা রাজ্যে চালু হবেই এবং রুখে দিতে পারবে না। তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকারের সহায়তার অভাবের কারণে সীমান্ত এলাকায় বেড়া—ফেন্সিং স্থাপন করা সম্ভব হয়নি।

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে অস্তিত্বে থাকা একটি গুদামে আগুনে ২৭ জনের পুড়ে মৃতু্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করে অমিত শাহ বলেন, এই দুর্ঘটনা রাজ্য শাসিত দলের দুর্নীতির ফল। তিনি বলেন, এমন মৃত্যুতেও মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক রাজনীতিতে লিপ্ত রয়েছেন।

শ্রী শাহ আরও অভিযোগ করেন যে রাজ্য শাসিত দলের ঘনিষ্টদের এই ঘটনায় যুক্ত থাকার কারণে মামোন কোম্পানির মালিককে এখনো গ্রেফতার করা হয়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service