জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঐতিহাসিক কৃষক আন্দোলন চতুর্থ বছরে পা রাখবে ২৬ নভেম্বর। সেদিনটি সংযুক্ত কিষান মোর্চা ‘চেতাবনী’ দিবস হিসেবে পালন করবে সারা ভারতে। ত্রিপুরাতেও দিনটি পালন করা হবে। রবীন্দ্র ভবন থেকে সংযুক্ত কিষাণ মোর্চার মিছিল শুরু করে শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সমাবেশের মাধ্যমে শেষ করবে কর্মসূচী।
বৃহস্পতিবার মেলারমাঠ কৃষক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর এই ঘোষণা দিয়ে বলেন ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিল ২০২০ সালের ২৬ নভেম্বর, এবার ঐ আন্দোলনের চতুর্থ বর্ষে ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের ৫০০টি জেলায় এই কর্মসূচি পালন করা হবে ব্যাপক ভাবে।
ত্রিপুরার আগরতলা ছাড়াও কুড়িটি মহকুমা সদরে এই কর্মসূচি পালন করা হবে মিছিল ও সমাবেশের মাধ্যমে। পবিত্র কর বলেন পুলিশের অনুমতি না থাকায় ধর্মনগরে ২৬তারিখ এই কর্মসূচি হচ্ছে না, যা পরের দিন করার চেষ্টা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিআইটিইউ-র রাজ্য সম্পাদক শঙ্কর দত্ত বলেন ইংরেজ আমলে যে কায়দায় শ্রমিক শোষণ চলতো সেভাবেই স্বাধীন ভারতে শ্রমিক শোষণ চলছে। নেতৃত্বে মোদী সরকার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষেত মজুর নেতা শ্যামল দে, কৃষক নেতা রতন দাস, রঘুনাথ সরকার ও জয় গোবিন্দ দেবরায়।
Leave feedback about this