2024-12-16
agartala,tripura
রাজ্য

 ২৬শে জানুয়ারির চূড়ান্ত প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীকাল ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ।এই উপলক্ষে গোটা রাজ্যেই চলছে প্রজাতন্ত্র দিবসের প্রাত প্রস্তুতি ও মহড়া । প্রজাতন্ত্র দিবসকে সঠিক রূপ দিতে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে চলছে চূড়ান্ত প্রস্তুতি । জওয়ানদের মধ্যে প্যারেড প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে । যাতে করে প্রজাতন্ত্র দিবসের দিন নিয়মাবর্তিতা ঠিকঠাক থাকে । কোন ধরনের ভুল ত্রুটি যাতে এই দিনে না হয় তার জন্য আসাম রাইফেলস ময়দানে দিনভর চলছে প্যারেড প্রস্তুতি ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service