জনতার কলম আগরতলা প্রতিনিধি:- নরসিংগর থানার অন্তর্গত ভাগলপুর এলাকায় শনিবার বাম নেতৃত্বের সদস্যপদ ও তহবিল সংগ্রহ অভিযান ঘিরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাক্তন মন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা পবিত্র কর কৃষক সভার প্রচারে গেলে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বভারতীয় কৃষক সভার সদস্যপদ নবায়ন ও আর্থিক অনুদান সংগ্রহের উদ্দেশ্যে বাম নেতারা দিনভর বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিলেন। কিন্তু সেই সময় বহু গ্রামবাসী তাঁদের ঘিরে ধরে প্রশ্ন তোলেন— “২৫ বছর ক্ষমতায় থেকে কৃষকদের জন্য কী করেছেন আপনারা? এখন আবার কেন টাকা চাইছেন?”
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে বচসা চলে এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে সিপিএম নেতারা সেখান থেকে সরে যান।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনাটি ত্রিপুরায় বামেদের প্রতি মানুষের আস্থা হারানোর স্পষ্ট ইঙ্গিত বহন করছে। দীর্ঘ বাম শাসনের সময় কৃষক ও গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
নরসিংগরের ভাগলপুরে বাম নেতাদের এই অভিজ্ঞতা প্রমাণ করল— ত্রিপুরায় বামফ্রন্টের জনভিত্তি ক্রমেই ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে, আর মানুষ আজও অতীতের অবহেলা ও অবিচারের জবাব দিতে প্রস্তুত।





Leave feedback about this