জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাতাশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যকরী কমিটির বর্ধিত সভা হবে। তবে তারিখ এখনও ঠিক হয়নি। এবারের বর্ধিত সভায় জেলা স্তর পর্যন্ত নয়, মণ্ডল স্তর থেকেও প্রতিনিধিরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কমিটির সহ- সভাপতি তাপস ভট্টাচার্য।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে জন্মদিনের মাঝে পক্ষকালব্যাপী নেওয়া কর্মসূচী। সারা দেশের সঙ্গে রাজ্যেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী ভারতীয় জনতা পার্টির তরফে। এবছরও রাজ্যে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। সহ- সভাপতি জানান, তৃতীয় বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে ৩০ জুন ফের মন কি বাত অনুষ্ঠান শুরু হচ্ছে।এর জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পক্ষকাল ব্যাপী কর্মসূচীর মধ্যে বিভিন্ন জায়গায় চলবে বৃক্ষ রোপণ কর্মসূচীও। পাশাপাশি ২৫ জুন কালো দিবস পালন করা হবে। এদিনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। সেদিনে প্রতিটি জেলায় আলোচনা সভা হবে।
Leave feedback about this