জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্মেলন চলতি মাসের ২৪-২৫ তারিখ। সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সিপিআইএম। সিপিআইএম সদর মহকুমা কমিটির ২৪ তম সম্মেলনকে সামনে রেখে রাজধানীতে সংগঠিত করা হয় এক বাইক রেলি। রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় এই বাইক রেলি বৃহস্পতিবার।
রেলি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। রেলিতে উপস্থিত ছিলেন সিপিএম সদর মহকুমা কমিটির অন্যতম নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। তিনি জানান সিপিআইএম সদর মহকুমা কমিটির ২৪ তম সম্মেলন হবে চলতি মাসে। এই সম্মেলনকে সামনে রেখে এদিনের রেলি হয়। বর্তমান সরকারের সমালোচনা করেন সিপিএম মহকুমা সম্পাদক।
Leave feedback about this