জনতার কলম ওয়েবডেস্ক :- ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩-২৪ জুলাই ব্রিটেন সফরে যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রীর চতুর্থ ব্রিটেন সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজুর আমন্ত্রণে ২৫-২৬ জুলাই পর্যন্ত মালদ্বীপে একটি রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর মালদ্বীপে তৃতীয় সফর এবং ড. মোহাম্মদ মুইঞ্জুর রাষ্ট্রপতিত্বকালে কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের মালদ্বীপে এটি প্রথম সফর।
প্রধানমন্ত্রীর ব্রিটেন সফর সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিশ্রি মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী আগামীকাল, ২৩ জুলাই ব্রিটেনে একটি সরকারি সফরে যাবেন, যেখানে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে আলোচনা করবেন। তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করবেন। ভারত এবং ব্রিটেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ ব্রিটেন সফর হবে।
প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর ২৫ এবং ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজুর আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মালদ্বীপের স্বাধীনতার ৬০-তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি-হিসেবে উপস্থিত থাকবেন।
Leave feedback about this