2024-12-15
agartala,tripura
দেশ

২৩ শে আগস্ট চন্দ্রাভিযানের দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্দ্রযান – ৩ এর চাঁদের বুকে পা ছোয়ানোর ঐতিহাসিক দিনে দেশে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি ইসরো ও কোটি কোটি ভারতীয়দের আবেগের সঙ্গে ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী থাকার যে আবেগ সেই আবেগের সাথে জুড়েছিলেন তিনি। তাই দেশে ফিরতেই ইসরোর বিজ্ঞানীদের সামনে থেকে অভিবাদন জানাতে ছুটলেন। সেদিন তিনি বললেন চাঁদ স্পর্শ করার ঐতিহাসিক ঋণ কখনো ভোলা যাবে না, এই ঘটনা বাস্তবায়িত করে দেখিয়েছেন দেশের বিজ্ঞানীরা। আমি আপনাদের স্যালুট করছি। বলা চলে চন্দ্রযান টু যেখানে চাঁদকে স্পর্শ করেছিল এখন থেকে তার নাম তিরঙ্গা। এই তিরঙ্গা point এই শিক্ষা দেবে যে কোন ব্যর্থতা চিরস্থায়ী নয়। ২০১৯ শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল চন্দ্র যান টু মিশন, চোখের জলে বাঁধ মানেনি বিজ্ঞানীদের, ব্যর্থতা ভুলে গিয়ে নতুন মিশন শুরু করেছিল চন্দ্রযান – ৩ এর কাজ, এবং সেই মিশন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ফলে। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে। এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে ইসরো, ইসরো মেকিং ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে। সেই কথা মাথায় রেখে ২৩ শে আগস্ট চন্দ্রাভিযানের সাফল্যের দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service