জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত সেন্টারের নাম করে রাজ্যে অবৈধভাবে অনেক সংস্থা গজিয়ে উঠেছে বলে অভিযোগ। এরকম একটি সংস্থার নাম মধ্য ঢুকলি সানরাইজ ফাউন্ডেশন। গত দুই বছর ধরে এই সেন্টারে তাপস রঞ্জন পাল বলে খোয়াইয়ের এক যুবক থাকতো। তাকে এই সেন্টারে দেওয়া হয়েছিল কিছু মানসিক চিকিৎসার জন্য।
ছেলেটির পরিবারের অভিযোগ শুধুমাত্র উশৃংখল আচরণ করার জন্য তাকে এই সেন্টারে দেওয়া হয়েছিল। সংস্থার সদস্যদের সাথে চুক্তি হয়েছিল ছেলেটিকে তারা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে শান্ত ও নম্রস্বভাবের তৈরি করে দেবে। উপরন্তু মৃত্যু হল ছেলেটির শেষ পরিণয়। অভিযোগ প্রায় বিনা চিকিৎসা মৃত্যু হয়েছে তাপসের।
এ নিয়ে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে মৃতের পরিবারের লোকজন। এদিকে ২২ বছর বয়সি তরতাজা যুবকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আত্মীয় পরিজনদের মধ্যে।
Leave feedback about this