জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার মতো দাবি নিয়ে ধারাবাহিক ও বৃহত্তর আন্দোলনে যাচ্ছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। আগামী ২০শে ফ্রেব্রুয়ারী রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে ২২ দফা দাবির সমর্থনে তিন ঘণ্টার গণ অবস্থান সংঘটিত করতে চলেছে সংগঠন।
সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের বিষয়ে বিশদে জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদমাধ্যমের সামনে আন্দোলনের বিষয়ে জানান সংগঠনের সভাপতি সুব্রত ভৌমিক। তিনি জানান , গত ডিসেম্বর মাসে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
পরে সেই দাবি গুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি প্যারাডাইস চৌমহনী এলাকায় তিনঘন্টার গণ অবস্থান পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই দাবি গুলো নিয়ে এসসি , ওবিসি ও সংখ্যালঘু অংশের মানুষকে সোচ্ছার হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি।
এদিকে আন্দোলন কর্মসূচি সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক ধীরেন সিং জানান, বর্তমানে গোটা ভারতবর্ষে ফেসিবাদি শক্তি দেশ সহ উত্তরপূর্বাঞ্চলে এমনকি ত্রিপুরাতেও জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মনিপুরের মতো ত্রিপুরাতেও বিভেদ সৃষ্টি করে রাজ্যকে লুট করার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধেই সোচ্ছার হয়ে আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন। যার সূচনা হবে গণ অবস্থান আন্দোলনের মাধ্যমে।
যেসমস্ত দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে সংগঠন তাদের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ বন্ধ করা , কৈতরাবাড়ি এবং কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা , বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা, রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা,রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মোতাবেক ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করা প্রভৃতি দাবিগুলো উল্লেখযোগ্য। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন সংগঠনের সম্পাদক প্রদ্যুৎ দেবনাথ সহ কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন প্রমুখ।
Leave feedback about this