2024-12-31
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

২০২৭ সালের শুরুতে আমেরিকা এবং চীনের পরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে : রাজনাথ 

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থান সফরে গিয়ে বিকানের লোকসভা আসনের কোলায়াতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি কংগ্রেসকে তীব্র নিশানা করেন। তিনি বলেছিলেন যে, কংগ্রেস যখন প্রতিরক্ষা বাহিনীর সাহসিকতা এবং বীরত্ব নিয়ে প্রশ্ন তোলে তখন আমার খারাপ লাগে।

তিনি বলেন , ২০২৭ সালের শুরুতে আমেরিকা এবং চীনের পরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এমনকি বিশ্বের রাষ্ট্রপ্রধানরাও বলছেন, একবিংশ শতাব্দী যদি কারোর হয়, তা ভারতেরই হতে চলেছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীর।

তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্বে ভারতের মর্যাদা বেড়েছে। আগে যখন বিদেশে যেতাম তখন কেউ আমাদের কথা সিরিয়াসলি নেয়নি। কিন্তু আজ ভারতের মর্যাদা এত বড় হয়ে গেছে যে ভারত যখন কথা বলে তখন সারা বিশ্ব মনোযোগ দিয়ে শোনে ভারত যা বলছে।

তিনি আরো বলেন, দেশের সৈন্যদের আত্মসম্মানের জন্য আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। সার্জিক্যাল স্ট্রাইকের কথা সারা বিশ্ব জানে এবং প্রমাণ চাইছে। কংগ্রেসের শাসনামলে কংগ্রেসের মন্ত্রীদের জেলে যেতে হয়েছে।আমাদের সরকার 10 বছর ধরে ক্ষমতায় আছে কিন্তু কোনো মায়ের ছেলে আমাদের দুর্নীতির অভিযোগ করতে পারে না বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service