জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলাভিত্তিক পর্যালোচনা সভা করেন তপশিলি জাতি কল্যাণ, পশুপালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন তিন দপ্তরের আধিকারিকগণ ,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, বিধায়ক রতন চক্রবর্তী, বিধানিকা মিনারানী সরকার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহকারী সভাধিপতি ,পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকগণ।
বৈঠকে ২০২৪-২৫ অর্থ বর্ষের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে প্রতিবন্ধকতা গুলি নিয়ে বিধায়ক ও অন্যান্যদের পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি মাংস,মাছ, দুধ এবং ডিম উৎপাদনে পশ্চিম জেলার কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। এদিন এই বৈঠক প্রসঙ্গে তপশিলি জাতি কল্যাণ ,পশু পালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন। জানা গেছে পশ্চিম জেলায় দুধ ,মাছ,মাংস এবং ডিম উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৈঠক থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave feedback about this