জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের নেশা সামগ্রী সহ বিহারের দুই মহিলা সহ চারজন আটক। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ তিন পাচারকারিকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। পাশাপাশি নেশাজাতীয় কফ সিরাপ সহ আটক করা হয় এক জনকে। আগরতলা জিআরপি থানার ওসি জানান মঙ্গলবার আগরতলা জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশ বিহারের তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে দুইজন মহিলা।
অভিযোগ তারা দীর্ঘদিন ধরে রাজ্য থেকে গাঁজা পাচার করে আসছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি মঙ্গলবার সানি কুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ডেমো ট্রেনে করে ২০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ রাজ্যে নিয়ে আসে। ধৃত সানি কুমারের বিরুদ্ধেও এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে।
Leave feedback about this