জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকার গ্রামীণ অঞ্চলে কৃষির পাশাপাশি শহুরে অঞ্চলেও কৃষির প্রতি গুরুত্ব আরোপ করেছে। স্বাবলম্বনের প্রতি লক্ষ্য রেখে শহুরে অঞ্চলেও বিভিন্ন উদ্যানযাত কৃষির মাধ্যমে বিভিন্ন প্রকল্প সামনে রেখে কাজ করে চলেছে। ইতিমধ্যেই কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উদ্যোগে শহুরে হর্টিকালচারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এই লক্ষ্যে উদ্যোগী চাষিদের এবং বেকার যুবকদের নিয়ে সম্প্রতি প্রশিক্ষন কর্মসূচিও অনুষ্ঠিত হয়। লক্ষ্য একটাই উদ্যানযাত কৃষির মাধ্যমে ইচ্ছুক বেকারদের স্বনির্ভরতার প্রতি ধাবিত করা। এরই অঙ্গ হিসেবে সোমবার কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উদ্যোগে শহুরে হর্টিকালচার,হর্টিকালচার স্টেট প্ল্যানের অন্তর্গত সোমবার ফল এবং ফুলের চারা বিতরণ করা হয় আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডে। এদিন পুর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দের উপস্থিতিতে ২০০ জন সুবিধাভোগীদের মধ্যে ফল,সবজি ও ফুলের চারা তুলে দেয়া হয়। এই সম্পর্কে কর্পোরেটর প্রদীপ চন্দ জানান এদিন দুটি কার্যক্রম করা হচ্ছে। শহরে যাদের পুকুর বা জলাশয় আছে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিনামুল্যে মাছের চারাপোনা বিতরণ করা হয়। এ ছাড়া এই ওয়ার্ড এলাকার জনগণের মধ্যে বিভিন্ন ফুল, ফলের চারা, সব্জির চারা ইত্যাদি বিনামুল্যে বিতরণ করা হয়। যাতে জনগণের বাড়িতে যতটুকু জায়গা আছে সেখানে তা রোপণ করে অন্তত নিজেদের জন্য তা কাজে লাগাতে পারেন।
রাজ্য
২০০ জন সুবিধাভোগীদের মধ্যে ফল,সবজি ও ফুলের চারা বিতরণ
- by janatar kalam
- 2023-10-09
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this