2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

২লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বাজারি ছড়ার কাঠালতলীতে দুইজন পাচারকারীসহ প্রায় ছয় কুইন্টাল বার্মিজ সুপারি আটক করেছে আসাম পুলিশ। প্রসঙ্গত ধর্মনগর এলাকায় বার্মিজ সুপারি পাচারকারীর একটি সিন্ডিকেট তৈরি হয়েছিল বহুদিন ধরেই। পুলিশ কোনও কিছুতেই তাদেরকে গ্রেপ্তার করতে পারছিল না | উদ্ধারকৃত ‌ বার্মিজ সুপা‌রির কা‌লোবাজারী মুল‌্য প্রায় দু লক্ষা‌ধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।জানা গে‌ছে রবিবার রা‌তে কাঁঠালত‌লি পু‌লি‌শের এক‌টি দল স্থানীয় বাল‌ুরবন্দ এলাকায় হানা দি‌য়ে ইয়া‌সিন আলীর পুত্র আলী আহমদের ঘর থে‌কে বি‌ভিন্ন বস্তায় সুপা‌রিগু‌লো জব্দ ক‌রে।ঘটনায় আটক করা হয় আলী সহ তার আ‌রেক সহ‌যোগী রুবুল আহমদ‌কে।এসব কা‌ন্ডে জ‌ড়িত সুদীপ, সুমন, বিজয় শর্মারা মি‌জোরাম থে‌কে সংগ্রহ করা বা‌র্মিজ সুপা‌রিগু‌লো স্থান বদল ক‌রে আগরতলা হ‌য়ে ব‌হির্রা‌জ্য ও বরাক উপত‌্যকা হ‌য়ে অন‌্যত্র পাচার ক‌রছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service