2025-03-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান কমিউনিটি হল আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ হবে: মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগমের ৪৯ নং ওয়ার্ড অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকায় নিগমের উদ্যোগে একটি কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। প্রসঙ্গত ২০১৫ সালে বামফ্রন্টের সময় সেই প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিজেপি সরকার পুর নিগমে প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় তার কাজ শুরু হয়। আজ তার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উপস্থিত হন মেয়র দীপক মজুমদার ও এলাকার বিধায়িকা মিনারানি সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ৪৯ নং ওয়ার্ড কর্পোরেটর হরিসাধন দেবনাথ কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। 

পরিদর্শনকালে সংবাদ মাধ্যমকে মেয়র দীপক মজুমদার বলেন এক কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান কমিউনিটি হলটি আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ৪০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক এই কমিউনিটি হলটি তৈরি হলে এই এলাকার দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে বলেও জানান তিনি।

পাশাপাশি বৈষ্ণবটিলা রায় কলোনিতে একটি পুকুর রয়েছে যাকে সংস্কার করার দাবি ছিল এলাকাবাসীর। প্রসঙ্গত ইউনিটি মলের কাজ শুরু হওয়ায় সেই জায়গায় যে পুকুরটি ছিল সেখানে প্রতিমা বিসর্জন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া ওই এলাকায় প্রতিমা বিসর্জনে একটি সমস্যার সৃষ্টি হয়। ফলে রায় কলোনির পুকুরটিকে সংস্কার করে তাতে ভাসানের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র।

তিনি আর বলেন ইতিমধ্যে ডিপিআর হয়ে গেছে ফলে পুকুর সংস্কারের ও খুব বেশি বিলম্ব হবেনা। আগামী দূর্গা পূজার আগেই ভাসানের ব্যবস্থা করা হবে। এলাকাবাসী সেই স্থানে একটি মন্দির তৈরি করার আবেদন রাখেন মেয়রের কাছে এসে ব্যাপারটা ভেবে দেখা হবে বলে জানান তিনি।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service