জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিব্যাঙ্গজন দিবস উদযাপনের অঙ্গ হিসেবে খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৪ অনুষ্ঠিত হতে চলছে। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্যারা গেমসে ১৪ টি ইভেন্টে ৮ জেলার ৩৪৩ জন খেলোয়াড় অংশ নেবেন। আগামী ১৮ ডিসেম্বর দুই দিন ব্যাপী এই খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
দিব্যাঙ্গজন দিবস ২০২৪ উদযাপনের অঙ্গ হিসেবে গত বছরের মতো এবারও খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৪ আয়োজন করতে চলেছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। আগামী ১৮ ডিসেম্বর থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে দুই দিনব্যাপী দিব্যাঙ্গজনদের এই ক্রীড়া আসর অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় স্বামী বিবেকানন্দ ময়দানে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
খেলো, ত্রিপুরা প্যারা গেমস ২০২৪ এর অধীনে ১৪ টি ইভেন্টে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যের আট জেলা থেকে প্রায় ৩৪৩ জন দিব্যাঙ্গজন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ইভেন্ট গুলি হল, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হুইল চেয়ার দৌড়ছেলে এবং মেয়ে ,শট পুট, দাবা এবং ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিংকু রায় আরো জানান, দুই দিনের এই ক্রীড়া অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ ময়দানে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হবে ।এই ক্যাম্প থেকে দিব্যাঙ্গজনদের সামাজিক পেনশন প্রদান করা হবে। এই ক্ষেত্রে এখন পর্যন্ত ২ হাজার ৭৭৯ জন আবেদন করেছেন বলে জানান তিনি ।মন্ত্রী আরো জানান, এখনো পর্যন্ত রাজ্যে ৩৮ হাজার ৬৭ টি ইউ ডি আইডি কার্ড প্রদান করা হয়েছে। ১৫ হাজার ৯৮ জন দিব্যাঙ্গজনকে প্রতি মাসে ২০০০ টাকা করে সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করা হচ্ছে।
Leave feedback about this