জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়ালি ১৮তম জাতীয় রোজগার মেলার উদ্বোধন করে ৬১ হাজারেরও বেশি নবনিযুক্ত যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবসমাজের জন্য দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার নিরন্তর কাজ করে চলেছে।
প্রধানমন্ত্রী জানান, ভারত একাধিক দেশের সঙ্গে বাণিজ্য ও কর্মী চলাচল সংক্রান্ত (মোবিলিটি) চুক্তি স্বাক্ষর করছে, যার ফলে দেশের দক্ষ যুবকদের জন্য আন্তর্জাতিক স্তরে কাজের সুযোগ বাড়ছে।
দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত বর্তমানে বিশ্বের একমাত্র অর্থনীতি, যা এক দশকের মধ্যে নিজের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। তিনি জানান, বর্তমানে ১০০টিরও বেশি দেশ ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) করছে এবং ২০১৪ সালের আগের দশকের তুলনায় এফডিআই প্রবাহ বেড়েছে আড়াই গুণেরও বেশি। এই বিনিয়োগ বৃদ্ধির ফলেই বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
২৪ জানুয়ারির তাৎপর্য ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, এই দিনেই সংবিধান ‘জন গণ মন’-কে জাতীয় সঙ্গীত এবং ‘বন্দে মাতরম’-কে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দিয়েছিল। রোজগার মেলা প্রসঙ্গে তিনি বলেন, এই উদ্যোগ আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই লক্ষ লক্ষ যুবক-যুবতী বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপত্র পেয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজ বিতরণ করা নিয়োগপত্রগুলি শুধুমাত্র চাকরির কাগজ নয়, এগুলি জাতি গঠনের আমন্ত্রণপত্র। এটি যুবসমাজকে ‘বিকশিত ভারত’-এর পথে এগিয়ে নেওয়ার একটি সংকল্পপত্র বলেও উল্লেখ করেন তিনি।
২০২৬ সালের শুরু নতুন আনন্দের বার্তা নিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি পালিত বসন্ত পঞ্চমীর সঙ্গে মিলিয়ে এই বছরটি নতুন আশার সূচনা করছে।
উল্লেখ্য, রোজগার মেলা উদ্যোগের আওতায় আজ দেশের ৪৫টি স্থানে একযোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি মন্ত্রক ও দপ্তরে যোগ দেওয়ার জন্য মোট ৬১ হাজারের বেশি নবনিযুক্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়।


Leave feedback about this