2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

১৭ই আগস্ট দুই কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করবেন শাসকদল, প্রার্থী ঘোষণা ১৬ই আগস্ট 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ তারিখ উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেবে শাসক বিজেপি দল, তার আগেই ঘোষণা হবে প্রার্থী তালিকা। দুটি আসনেই বিপুল জয়ের ঘোষণা দিয়েছে বিজেপির নির্বাচনী কমিটি। আসন্ন উপ নির্বাচনে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে নিজেদের জয় সম্পর্কে একশ শতাংশ নিশ্চিত শাসক বিজেপি দল। ১৭ তারিখ দুটি আসনের উপ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করবে বিজেপি দল। তার আগেই ঘোষণা করা হবে দুটি কেন্দ্রের মনোনীত প্রার্থীর নাম। মনোনয়নপত্র জমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন বর্তমান দুই মুখ্যমন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, উপ মুখ্যমন্ত্রী, এবং সাংসদরা। সোমবার প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালালেন রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী রতন লাল নাথ।

এদিনের বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যস্তরে প্রার্থী তালিকা সম্পূর্ণ চূড়ান্ত করে ফেলা হয়েছে। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে পার্লামেন্টারি কমিটির কাছে। বিজেপির মতো সুশৃংখল দলের কাছে পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত। রাজ্য স্তরে মাত্র আলাপ আলোচনা হয়েছে। সিদ্ধান্ত যা নেওয়ার তা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেবে পার্লামেন্টারি কমিটি।

এ দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উত্তর-পূর্বাঞ্চল কোর্ডিনেটর সম্বিত পাত্রা,মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ নির্বাচনী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service