জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৬ মার্চ বি টি কলেজ প্রাঙ্গণে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সভায় সভাপতিত্ব করেন।
প্রস্তুতি সভায় মেয়র দীপক মজুমদার বলেন, বসন্ত মানেই রঙের উৎসব। এবছর নতুন আঙ্গিকে ও নতুন পরিসরে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব পালিত হবে। ত্রিপুরার পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করে উৎসবে হোলির গান ও নৃত্য, মনিপুরী, রবীন্দ্র, বৈষ্ণব, জনজাতিদের হোলি গান ও নৃত্য তুলে ধরা হবে। এই উৎসবকে সর্বাঙ্গীন সাফল্যমন্ডিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য আহ্বান জানান। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যগণ, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, পুরাতন আগরতলা ও ডুকলি ব্লকের বিডিও, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ রাজ্যভিত্তিক ও পশ্চিম জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave feedback about this