2025-05-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

১৬ বছরের এক নাবালিকাকে উদ্ধার করলো শিশু সুরক্ষা ইউনিট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাল্য বিবাহ রুখতে সর্বদা সক্রিয় ঊনকোটি জেলার শিশু সুরক্ষা ইউনিট। এব্যাপারে শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান রেবা দাস জানান, কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে দেখতে পান যে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকার ১৬ বছরের এক নাবালিকার সাথে কৈলাসহর মহকুমার এক যুবকের বিয়ে হয়। পরবর্তী সময় জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা ওই যুবকের বাড়িতে যায় এবং ঘটনার সত্যতা পায়।

মঙ্গলবার নাবালিকাকে শিশু কল্যাণ সমিতির অফিসে নিয়ে আসা হয়। উত্তর জেলার শিশু কল্যাণ সমিতির অফিসে নাবালিকাকে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান নাবালিকাটি চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ফার্স ডিভিশন পেয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে যারা এই বিষয় নিয়ে শিশু কল্যাণ সমিতির কুৎসা রটিয়েছে তার তীব্র নিন্দা জানান তিনি। এই বিষয়ে উনাদের কাছে। কোন অভিযোগ আসেনি। কৈলাসহর থানায় শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে। একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service