2025-09-06
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

১৬ কোটি টাকার জালিয়াতি: ইউকো ব্যাঙ্কের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ মেয়রের

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, নগরের তহবিল থেকে নয়, বরং ইউকো ব্যাংকের রিপোর্ট বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে যে মোট চারটি পর্যায়ে ১৬ কোটি টাকা অনৈতিকভাবে হাতফেরত হয়েছে।

মেয়রের কথায়, এই ঘটনায় সরাসরি জড়িত রয়েছে হায়দ্রাবাদের একটি প্রতিষ্ঠান। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, নগরের পুরনিগমের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই দুর্নীতির সাথে যুক্ত নয়। তদন্তের আর্জি জানিয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।

উল্লেখযোগ্য, গত কয়েকদিনে ইউকো ব্যাংকের মাসিক রিপোর্ট বিশ্লেষণ করেই এই তথ্য সামনে এসেছে। মেয়রের ভাষ্য, এই অনিয়ম সংক্রান্ত সমস্ত দায়িত্ব ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনার অশৃঙ্খলতার কারণে ঘটেছে এবং সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মেয়র দীপক মজুমদার ইতোমধ্যে এই বিষয়ে গভীর তদন্ত চালানোরও দাবি জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service