জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সবুজ এই ভবিষ্যৎ। এই ভাবনায় এবছর হতে যাচ্ছে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে ঐতিহ্যবাহী খারচি উৎসব ও মেলা। ১৪ জুলাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এবছর খারচি মেলার উদ্বোধন হবে। চলবে কুড়ি জুলাই পর্যন্ত। মঙ্গলবার পুরাতন আগরতলা ব্লক কার্যালয়-এ সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী।
মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানান উৎসব ও মেলার দিনগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষায় টিএসআর জওয়ানদের সঙ্গে স্কাউটস এন্ড গাইডস সদস্যরা থাকবেন । মেলা চলাকালীন সময়ে মন্দির প্রাঙ্গনে আসা সাধু-সন্তদের থাকা খাওয়ার ব্যবস্থা মেলা কমিটির পক্ষ থেকে করা হবে। তাছাড়া উৎসব ও মেলা উপলক্ষে খয়েরপুর এলাকার প্রতিভাবান ছাত্র- ছাত্রী, খেলোয়াড় ও দিব্যাঙ্গনদের সংবর্ধনা দেওয়া হবে।
চেয়ারম্যান জানান এবছর খারচি উৎসবে মেলা কমিটির উদ্যোগে দর্শনার্থী মধ্যে প্রায় ১৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হবে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে খয়েরপুর সিএনজি স্টেশন দুপুর ২ টা থেকে রাত্রি দুটা পর্যন্ত বন্ধ থাকবে। মেলার দিনগুলিতে দুটি ভিন্ন মঞ্চে সকাল থেকে রাত পর্যন্ত রাজ্য ও বাইরের রাজ্যের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
Leave feedback about this