2024-12-15
agartala,tripura
অপরাধ রাজনৈতিক

১৩ বছরের নাবালিকাকে বলাৎকারের অভিযোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩ বছরের নাবালিকাকে বলাৎকার করার অভিযোগ উঠেছে এক নর পাষন্ডের বিরুদ্ধে। ঘটনা কমলা সাগর বিধানসভার সেকেরকোট নেতাজি সুভাষ কলোনী এলাকায়। গত ২১ আগস্ট পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে তের বছর বয়সি ওই নাবালিকাকে বলাৎকার করেছে পাশের বাড়ির বিজয় দাস নামে এক পাষণ্ড। নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় বিজয় দাস। এদিকে নাবালিকা মেয়েটি তার মা কাজ থেকে বাড়িতে ফিরে আসার পর সম্পূর্ণ বিষয় খুলে বলেছে। এ নিয়ে গ্রাম্য সালিশিরা উপযুক্ত বিচার করবে বলে আশ্বস্ত করে রেখেছিল পরিবারটিকে।যার ফলে পরিবারের লোকজন আর থানায় মামলা করতে যায়নি। বর্তমানে অভিযোগ উঠেছে গ্রাম্য মোড়লদের বিরুদ্ধেও। তারা নাকি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এ নিয়ে নাবালিকা কন্যার মা দারস্ত হয়েছে সাংবাদিকদের। বৃহস্পতিবারই আমতলী থানায় মামলা দায়ের করেছে মহিলা। প্রসঙ্গত গ্রাম্য মোড়লরা নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়ে ঘটনা শেষ করতে চেয়েছিল। তাদের প্রস্তাবে না হয়ে আইনের দ্বারস্ত হয়ে উপযুক্ত বিচার চেয়েছে পরিবারটি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service