2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

১৩৫টি ড্রাগসের কৌটাসহ ড্রাগস প্যাডলার আক্রম বণিককে আটক করলো পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলাসহ বিভিন্ন এলাকায় ক্রমশ বেড়েই চলছে নেশা কারবারিদের রমরমা কারবার , যা সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে অন্ধকারাছন্ন ভবিষ্যতের দিকে যা খুবই ভয়াবহ। নেশা কারবারিদেরকে আটক করতে পুলিশের ভূমিকা সন্তোষজনক নই, কেননা গোটা কয়েককে আটক করতে সক্ষম হলেও মূল মাস্টারমাইন্ডকে আটক করতে পুলিশ এখনো সক্ষম হয়নি। তা সত্বেও জারি রয়েছে পুলিশের প্রচেষ্টা , সেই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এক নেশাকারবারিকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ।

এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক নেশাসামগ্রী বিক্রি করতে আসবে। সেই খবরের ভিত্তিতে রাধানগরে পুলিশ অভিযান চালিয়েছে এবং খবর মোতাবেক সাস্পেক্ট বিপ্লব বণিক আসতেই পুলিশ তাকে আটক করে এবং তার কাছে থেকে ১৩৫টি ড্রাগসের কৌটা উদ্ধার করে পুলিশ।

যার বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানান তিনি।তাছাড়া তাকে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তার সঙ্গে আরও পাঁচ জন জড়িত রয়েছেন।যথারীতি তাদের বাড়িতে পুলিশ অভিযান চালায় কিন্তু তাদেরকে আটক করতে সক্ষম হয়নি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service