জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩০ কোটি টাকা ব্যয়ে হাপানিয়ায় গড়ে উঠবে চারতলা বিশিষ্ট ইউনিটি মল। যেখানে ত্রিপুরার হস্ততাত ও হস্তকারু শিল্পসহ সারাদেশের বিভিন্ন রাজ্যের নিজ নিজ শিল্পের সম্ভার নিয়ে সেজে উঠবে স্টল গুলি। বললেন শিল্পমন্ত্রী সান্তনা চাকমা। রাজ্যের শিল্প উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে বেকারদের আত্মনির্ভর করার উপর সরকারের একাধিক প্রচেষ্টা জারি রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ভারত সরকারের নির্দেশেই এবং অর্থানুকূল্যে হাঁপানিয়ায় জুটমিলের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠবে ইউনিটি মল। চারতলা বিশিষ্ট এই মল তৈরিতে ব্যয় হবে প্রায় ১৩০ কোটি টাকা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এই ইউনিটি মলে হস্ততাত ও হস্তকারু শিল্পের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এর পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নিজস্ব প্রোডাক্ট গুলির জন্যও স্টল খোলা হবে। যার ফলে সারা দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে একটি ইউনিটি গড়ে উঠবে |শিল্পমন্ত্রী সান্তনা চাকমা আরও বলেন, এই ইউনিটি মলটি শুরু হলে রাজ্যের ব্যবসা-বাণিজ্যের যেমন প্রসার হবে, তেমনি লাভবান হবে আর্থিক দিক দিয়েও। পর্যটকদের টানতেও যথেষ্ট সহায়ক হবে এই মল পাশাপাশি বেকাররা হয়ে উঠবে আত্মনির্ভর। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা স্বনির্ভরতার পথ খুঁজে পাবে |মন্ত্রী সান্তনা চাকমা পূর্বেকার বামফ্রন্ট সরকারকে ধিক্কার জানিয়ে বলেন, আগেকার সরকারের রাজ্যের শিল্প উন্নয়নে কিংবা বেকারদের কর্মসংস্থানের বিষয়ে কোনও চিন্তা-ভাবনা ছিলনা। বর্তমান সরকার রাজ্যের শিল্প উন্নয়নে এবং বেকারদের আত্মনির্ভর করে তুলতে ইতিমধ্যেই যথেষ্ট প্রয়াস নিয়েছে। এ দিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কেএস সিটি এবং অধিকর্তা বিশ্বেশ্বর বি। প্রসঙ্গত রাজ্য সরকার রাজ্যের সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বহুমুখী প্রয়াস নিয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকেও রাজ্যে শিল্প স্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
Leave feedback about this