জনতার কলম ওয়েবডেস্ক :- আজ নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR)-এর দ্বিতীয় দফা ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিচালিত হবে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার গ্যানেেশ কুমার আজ নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানান, এই বিশেষ পুনর্বিবেচনার লক্ষ্য হল ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করা।
গ্যানেেশ কুমার জানান, দ্বিতীয় দফায় প্রায় ৫১ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, আজ মধ্যরাতের পর থেকেই এই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। আগামীকাল থেকে নিবন্ধন ফর্ম মুদ্রণ ও বুথ লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ শুরু হবে।
নির্বাচন কমিশনের প্রধান জানান, নিবন্ধন প্রক্রিয়া ৪ নভেম্বর শুরু হয়ে এক মাস চলবে। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
তিনি আরও জানান, প্রথম দফার পুনর্বিবেচনায় কোনো আপিল আসেনি, যা কমিশনের স্বচ্ছতার প্রতিফলন।
গ্যানেেশ কুমার আরও স্পষ্ট করেন, ২০০৩ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। এমনকি যাদের নাম নেই কিন্তু যাদের পিতা-মাতার নাম ২০০৩ সালের তালিকায় অন্তর্ভুক্ত, তারাও অতিরিক্ত কাগজপত্র জমা না দিয়েই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
তিনি জানান, এই পর্যায়ে প্রতিটি ভোটারকে অনন্য নিবন্ধন ফর্ম সরবরাহ করবেন বুথ লেভেল অফিসাররা, যাতে সঠিক তথ্য যাচাই ও হালনাগাদ নিশ্চিত করা যায়।





Leave feedback about this