2025-09-03
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

১২ রবিউল আউয়াল: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে নবীজির জন্মদিন উদযাপন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- আগামী ৫ সেপ্টেম্বর ইসলামিক ক্যালেন্ডারের ১২ রবিউল আউয়াল, বিশ্ব শান্তির দূত হিসেবে পরিচিত ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। দিনটি উপলক্ষে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা উৎসাহ ও আবেগের সঙ্গে উদযাপন করছে। আমাদের রাজ্য ত্রিপুরাতেও মুসলিম ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন ধরনের সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এই পবিত্র দিন উদযাপন করতে প্রস্তুতি নিয়েছে।

ত্রিপুরার ইন্দ্রনগর স্থিত মুসলিম ধর্মীয় সামাজিক সংগঠন ত্রিপুরা গাউছিয়া সমিতি এবং আল্লামা সৈয়দ ইউসুফ শাহ মাজার শরীফ কমিটি শহরে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছে। ৩ সেপ্টেম্বর বুধবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া সমিতির সভাপতি আব্দুল বারিক চৌধুরী, সম্পাদক মোহাম্মদ জনাব আলী, ইন্দ্রনগর জামে মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলাম কাদেরী, অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান খাদীম, বিশিষ্ট সমাজসেবী মুফতি মুহাম্মদ সাহাবুদ্দিন, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন জোয়ান নিজাম উদ্দিনসহ অন্যান্যরা।

অ্যাডভোকেট লুৎফুর রহমান খাদিম সাংবাদিকদের বলেন, “নবী হযরত মুহাম্মদ আমাদের কাছে আদর্শ। এই জন্মদিন আমাদের কাছে অত্যন্ত পবিত্র। আমরা নবীজির আদর্শ অনুযায়ী শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। প্রতি বছর আমরা ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালাই, এবং এবছরও তার ব্যতিক্রম হবে না।”

গাউছিয়া সমিতির উদ্যোগে ৫ সেপ্টেম্বর সকাল ৮ টায় আগরতলা শহরে ধর্মীয় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ইন্দ্রনগর মাজার শরীফের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। শোভাযাত্রার মূল উদ্দেশ্য হবে শান্তি, সম্প্রীতি এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রার শেষে ইন্দ্রনগর মসজিদে মাহফিল অনুষ্ঠিত হবে এবং বিশেষ দোয়ার পর তাবারুখ বিতরণ করা হবে।

শুধু তাই নয়, নবীজির জন্মদিন উপলক্ষে গাউছিয়া সমিতি আগামী কয়েক দিন বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ক্যান্সার হাসপাতালে ফল-মিষ্টি বিতরণ, রক্তদান শিবির এবং অন্যান্য সমাজকল্যাণমূলক কার্যক্রম। আয়োজকরা নাগরিকদের শোভাযাত্রা ও মানবিক কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে নবীজির আদর্শের প্রতিফলন সমাজে আরও দৃঢ়ভাবে দেখা যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service