2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

১০ দফা দাবিকে সামনে রেখে রাস্তায় নামল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের রাবার শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। বাজারের জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। এছাড়া বেআইনিভাবে বহু রাবার বাগান দখল করে বাড়িঘর তৈরি করা হচ্ছে। এতে করে রাবার শ্রমিকদের কর্মসংস্থানে আঘাত আসছে। সঙ্গে রয়েছে আবার রাবার শ্রমিকদের ছাটাই। ফলে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে রাজ্যের রাবার শ্রমিকদের। এরকমই অভিযোগ এনে এবার রাবার শ্রমিকদের স্বার্থ সামশ্লিষ্ট ১০ দফা দাবিকে সামনে রেখে রাস্তায় নামল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি আসন্ন শারদীয়া উৎসবের ১৫ দিন আগে রাবার শ্রমিকদের ১২ শতাংশ বোনাস দিতে হবে। বৃদ্ধি করতে হবে শ্রমিকদের মজুরি। যে সমস্ত রাবার শ্রমিক ছাঁটাই হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। রাজ্যের উৎপাদিত কাঁচা রাবারকে ব্যবহার করার জন্য রাজ্যের অভ্যন্তরে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টিএফডিপিসি র রাবার উড ফ্যাক্টরির কাজ দ্রুত সম্পন্ন করা। শুধু তাই নয় বেআইনিভাবে দখল হওয়া রাবার বাগান গুলিকে পুনরুদ্ধার করার পাশাপাশি রাবার চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যের রাবার কর্পোরেশন ক্রয় করতে হবে রাবার। এরকমই দশ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার রাবার শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি গন ডেপুটেশন প্রদান করে টিএফডিপিসি ম্যানেজিং ডাইরেক্টর এর নিকট। গণ ডেপুটেশনে নেতৃত্ব দেন সিআইডিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত ও ইউনিয়নের রাজ্য সম্পাদক বিপ্লব সান্যাল। শ্রী সান্যালের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাবার কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর এর সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দিয়ে অবিলম্বে রাবার শ্রমিকদের স্বার্থে দাবি গুলি পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইউনিয়নের রাজ্য সম্পাদক বলেন কর্পোরেশন দাবিগুলি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন সংগঠন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service