জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্মার্ট সিটিতে একের পর এক ঘটে চলেছে চুরির ঘটনা। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। এবার চোরের হানা ১০৩২৩ চাকরিচ্যুত এক শিক্ষকের ওষুধের দোকানে। জানা গেছে চাকরি চলে যাওয়ার পরে সংসার চালানোর জন্য ওষুধের দোকান দেন সমরজিত পাল নামে এক ব্যক্তি।
রাজধানীর বিজয় কুমার চৌমুহনীতে তিনি দোকান দিয়েছিলেন। আর সেই দোকানেই হানা দিল চোরের দল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে দোকানে এসে দেখেন ঘরের ভিতর জিনিসপত্র এলোমেলো। তিনি দেখতে পান পেছনের দরজা ভাঙ্গা।
চোর ঘরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ ৪০-৫০ হাজার টাকা,ওষুধ, শিশু খাবার সহ বিভিন্ন জিনিস যায় প্রায় দেড় লাখ টাকার মতো নিয়ে যায় বলে জানান দোকান মালিক। তিনি খবর দেন পুলিসে। যথারীতি অন্য কয়েকটি ঘটনার মতো মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Leave feedback about this