2025-11-04
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

হ্যারিকেন মেলিসায় ক্ষতিগ্রস্ত জামাইকা ও কিউবার পাশে ভারত,৪০ টন ত্রাণসামগ্রী পাঠালো দ্বীপরাষ্ট্রে

জনতার কলম ওয়েবডেস্ক :- হ্যারিকেন ‘মেলিসা’-এর তাণ্ডবে বিপর্যস্ত জামাইকা ও কিউবার উদ্দেশ্যে মানবিক সাহায্য পাঠালো ভারত। আজ নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমান ২০ টন করে মোট ৪০ টন মানবিক ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে দুই দেশে।

প্রেরিত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ‘আরোগ্য মৈত্রী ভীষ্ম কিউব’ চিকিৎসা ইউনিট, পুনর্বাসন সামগ্রী, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ জেনারেটর, আশ্রয় নির্মাণে সহায়তা সামগ্রী ও স্বাস্থ্যবিধি রক্ষার কিট।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের এই কঠিন সময়ে ভারত তার ‘গ্লোবাল সাউথ’ অংশীদারদের পাশে রয়েছে এবং বন্ধুপ্রতিম দেশগুলির পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রক্রিয়ায় সর্বতোভাবে সহযোগিতা করবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service