জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাত্রী নিবাস থেকে উদ্ধার এক উপজাতি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানী আগরতলার ডঃ বি আর আম্বেদকর ছাত্রী নিবাসে। মৃতা ছাত্রীর নাম রিচা দেববর্মা, সে বোধজং গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পাঠরত ছিল।
জানা গিয়েছে অন্যান্য দিনের মতই আজ তথা মঙ্গলবার বিদ্যালয়ে গিয়েছিল রিচা, বিদ্যালয় থাকাকালীন সময় স্বাভাবিক অবস্থায় ছিল সে। রিচার বিদ্যালয়ে কারো সাথে কোন প্রকার ঝামেলা ছিল না, তাছাড়া বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় ছাত্রী নিবাসের একটি কক্ষে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার পিছনে কি কারণ রয়েছে সে বিষয়ে কেউ কোন কিছু বুঝে উঠতে পারছে না।
এদিন সন্ধ্যায় ছাত্রী নিবাসের অন্যান্য ছাত্রীরা হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে এসে হোস্টেলের একটি কক্ষে ঝুলন্ত মৃতদেহ রয়েছে বলে খবর দিতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে আধিকারিকরা যখন প্রত্যক্ষ করে, ঘটনার সত্যতা পায় ঠিক তখনই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য।
কিন্তু রিচা দেববর্মার মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে তা খুঁজে বের করতে ময়দানে নেমেছে পুলিশ। এদিনের এই ঘটনার পর ছাত্রী নিবাসে অবস্থানরত অন্যান্য ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে।
Leave feedback about this