জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানীর রাধানগর স্ট্যান্ডসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ধরা পড়ল এক যুবক। স্থানীয় রাধামাধব উন্নয়ন সংঘের সদস্যরা শনিবার বিকেলে সন্দেহভাজন এক অটো চালককে আটক করে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩২ কৌটা ব্রাউন সুগার, কয়েকটি সিরিঞ্জ এবং প্রায় ১০০ প্যাকেট দামি সিগারেট।
জানা যায়, ওই যুবক অটো নিয়ে এলাকায় হেরোইন ও সিগারেট বিক্রি করছিল। এ সময় আরও এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবককে প্রথমে ক্লাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাধামাধব উন্নয়ন সংঘের সদস্যরা পশ্চিম থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং অটোটি জব্দ করে।
রাধামাধব উন্নয়ন সংঘের সদস্য সাগর দাস জানান, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে তারা নিয়মিত এলাকায় নেশা বিরোধী অভিযান চালাচ্ছেন। শনিবারের অভিযানে তাদের এই সাফল্য আসে।
এদিকে পশ্চিম থানার পুলিশ আটক যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Leave feedback about this