2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য

হেরোইন সহ গ্রেপ্তার মহিলা পুরুষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশি অভিযানে উদ্ধার ৫০ গ্রাম হেরোইন ও আটক করা হয়েছে দুইজনকে । ধৃতরা হল সুমন্তনী নাথ এবং রাজু দাস।জানা গেছে বুধবার সকাল ১০ টা নাগাদ ধর্মনগর থানার ইন্সপেক্টর মমতাজ হাসিনার নেতৃত্বে ধর্মনগর থানাধীন টংগিবাড়ি ৩ নং ওয়ার্ডের সুমন্তনী নাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন বাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে । সাথে বাড়ির মালিক সহ আসামের, সনবিল আনন্দপুরের বাসিন্দা পাচারকারী রাজু দাসকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সুত্রে প্রাপ্ত খবরে জানা গেছে ধৃত পাচারকারী রাজু দাস পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে হেরোইন ত্রিপুরার বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। বুধবার দিনও সে হেরোইন নিয়ে আসে সুমন্তনী নাথের বাড়িতে। সে খবর পুলিশের কাছে চলে আসায় বাধে বিপত্তি। পুলিশ তাদের আটক করে থানায় এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে সোপার্দ করেছে।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service