2025-10-08
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

“হিম্মত থাকলে আমাকেও আটকাক ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার: মমতা

জনতার কলম ওয়েবডেস্ক:- উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। আগরতলা বিমানবন্দরে পৌঁছেই নির্ধারিত গাড়ি আটকে দেওয়ায় ধর্নায় বসেন দলের পাঁচ সদস্যের দল। ট্যাক্সি ভাড়ায়ও বাধা পেয়ে শেষমেশ পায়ে হেঁটে রওনা দেন তাঁরা।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরায় আমাদের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে। আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের আটকে দেওয়া হচ্ছে। প্রিপেইড ট্যাক্সিও নিতে দিচ্ছে না। বাইকেও যেতে বাধা দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম হেঁটেই যাক। যদি ওরা যেতে না পারে, আমিও যেতাম। হিম্মত থাকলে আমায় আটকে দেখাক।”

তিনি ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “ত্রিপুরায় আগে অভিষেকের গাড়িও ভাঙা হয়েছিল। দোলা সেন, সুস্মিতা দেবের গাড়িতে হামলা হয়েছিল। তখন ডবল ইঞ্জিন কোথায় ছিল? আগে নিজের ঘরে তাকান।”

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী জানান, উদ্ধার ও ত্রাণ কার্য প্রায় শেষ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। পাশাপাশি বিমানের ভাড়া বৃদ্ধি ও খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service