জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশ জুড়ে হিন্দু ধর্মের ওপর আঘাত আসতে শুরু করেছে । তার জন্য হিন্দু সনাতনীরা নিজ ধর্ম রক্ষার্থে একত্রিত হয়ে কাজ করতে হবে । দেশ এক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হিন্দু ধর্মের সংজ্ঞা বিকৃত করে দিতে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে । সমস্ত হিন্দু সনাত সনাতনীদের সংঘবদ্ধ করতে কাজ করে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল । গত বেশ কিছুদিন ধরে গোটা রাজ্য জুড়ে শৌর্য যাত্রা করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল । শনিবার ছিল শৌর্য যাত্রার সমাপনী অনুষ্ঠান । রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কথাগুলি বলেছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মন্ডল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ ।
Leave feedback about this