জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবসর জীবনে যেতে চলেছেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচার গতি অরিন্দম লোধ। ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের গক্ষ থেকে সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিচারপতি অরিন্দম লোদকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন উচ্চ আদালতের অন্যান্য বিচারপতি সহ হাইকোর্ট বার এর সদস্যরা।
বিদায়ী বিচার গতি অরিন্দম লোধ তার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। উনাকে উত্তরীয় ফুলের তোড়া ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। বিচারপতি অরিন্দম লোধ এর জন্যে এটা ছিল এক আবেগঘন মুহূর্ত। তিনি দীর্ঘদিন ত্রিপুরা উচ্চ আদালতে সুনামের সঙ্গে কাজ করে গিয়েছেন। বহু জটিল মামলার রায় দিয়েছেন।
Leave feedback about this