জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর ধলেশ্বর স্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর সুখময় সাহা সহ দপ্তরের আধিকারিক ও কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আমরা বস্ত্র দান, অন্ন দান, চক্ষুদান, মরণোত্তর দেহ দান করি তার চেয়ে মহৎ ও পূর্ণদান হলো রক্তদান, রক্তদান শিবিরে সকলেই এগিয়ে আসেন হিন্দু মুসলিম সকলে কিন্তু কেউ জানেন না কার রক্ত কোথায় যাবে সুতরাং এখানে বলা চলে রক্তদান হলো জাত পাত ধর্ম বর্ণের উপরে। তাই এই মহৎ দানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে সমাজের বিভিন্ন অপরাধ মূলক কাজ দমনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে যে অপরাধ মূলক কাজ চলছে তা শুধু প্রশাসনের দ্বারা দমন অসম্ভব তাই এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
অপরাধ
রাজ্য
স্বাস্থ্য
রক্তদান হলো জাত পাত ধর্ম বর্ণের উপরে : রাজীব
- by janatar kalam
- 2023-08-20
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this