জনতার কলম ওয়েবডেস্ক :- হজ যাত্রার প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ বাড়িয়ে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই সময়সীমার পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না।
মন্ত্রকের পক্ষ থেকে হজ যাত্রীদের দ্রুত হজ বুকিংসহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে। যাত্রীদের তাঁদের বৈধ পাসপোর্ট নির্ধারিত হজ গ্রুপ অর্গানাইজার (HGO) অথবা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার পাশাপাশি ‘নুসুক’ (Nusuk) পোর্টালে নিবন্ধনের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রক আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না করলে হজ যাত্রায় অংশগ্রহণ করা সম্ভব হবে না।


Leave feedback about this