জনতার কলম ওয়েবডেস্ক:- মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শনিবার স্রীনগরের নেহরু পার্ক থেকে ক্রাল সঙ্গরি পর্যন্ত বুলেভার্ড রোডের প্রশস্তকরণ ও ফোর-লেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এক বৃহৎ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের যানজট অনেকাংশে কমে যাবে, সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য যাতায়াত আরও মসৃণ, পরিবেশবান্ধব ও মনোরম হবে।
উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির সোগামী এবং খনিয়ার, হাজরতবাল, জাদিবাল ও চানাপোরা কেন্দ্রের বিধায়কবৃন্দ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোর-লেন প্রকল্প সম্পূর্ণ হলে স্রীনগরের অন্যতম জনপ্রিয় এই পর্যটনপথ নতুন সৌন্দর্য পাবে এবং নগর পরিকাঠামো উন্নয়নে এটি হবে এক বড় পদক্ষেপ।





Leave feedback about this