2025-09-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কভার ড্রেন নির্মাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ মেয়রের

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা শহরের জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নির্মাণাধীন কভার ড্রেনের কাজের অগ্রগতি পর্যালোচনায় আজ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বিশেষভাবে ১১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার বলেন, “আগামী পুজোর আগে শহরের জোয়ারভাসা সমস্যা প্রতিরোধ করতে সকল অসমাপ্ত ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।” তিনি আরও জোর দেন, জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণের কাজ শিগগিরই পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা হবে।

মেয়র বলেন, “এই প্রকল্পটি শুধুমাত্র আগরতলা শহরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নয়, বরং শহরের অবকাঠামো উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। পুরনিগম, স্মার্ট সিটি প্রকল্প ও পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

এদিনের পরিদর্শনে স্থানীয় কর্পোরেটর এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মেয়র দীপক মজুমদার আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুততম সময়ে কভার ড্রেন নির্মাণ কাজ শেষ হলে শহরের জলাবদ্ধতা সমস্যায় স্থায়ীভাবে রেহাই মিলবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service