2025-07-31
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

স্মার্ট মিটার নিয়ে সরব বিরোধীদল সিপিআইএম

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্মার্ট মিটার নিয়ে সরব বিরোধীদল সিপিআইএম। উল্লেখ্য বর্তমানে এই রাজ্যে বিদ্যুতের স্মার্টমিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। আর এই সমস্ত বিষয়কে হাতছাড়া করতে চাইছে না রাজ্যের বিরোধী দল সিপিআইএম। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করা, বর্ধিত জলকর, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রথমে বিশ্রামগঞ্জ দুর্গাদাস শিকদার স্মৃতি ভবন সিপিআইএম জেলা কার‍্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা কার‍্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হন। এক সাক্ষাৎকারে সিপিআইএম বিশালগড় মহকুমা সম্পাদক বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং অতিশীঘ্রই স্মার্ট মিটার বাতিলের দাবি জানানো হয়। এদিন এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service