2025-07-31
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, বিদ্যুৎ নিগমে লিখিত অভিযোগ এলাকাবাসীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, বিদ্যুৎ নিগমে লিখিত অভিযোগ এলাকাবাসীর। ঘটনা বেতাঙি পূর্ব তিলথৈই এলাকায়। উল্লেখ্য যুবরাজনগরের উত্তর ত্রিপুরার যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত বেতাতি পূর্ব তিলথৈই এলাকার বহু বাসিন্দা বিদ্যুৎ নিগমের স্মার্ট মিটার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

সেই ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পানিসাগর বিদ্যুৎ সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজারের নিকট একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়েছে বহু নিম্নবিত্ত পরিবার যারা দৈনন্দিন খুবই সীমিত পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করেন, তারাও এখন অতিরিক্ত বিলের বোঝা বহন করতে বাধ্য হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আর্থিক চাপের পাশাপাশি প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে।

এলাকাবাসীদের দাবি অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করে পূর্বের মিটার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন জানানো হয়। এই বিষয়ে পানিসাগর বিদ্যুৎ সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার জানান, পুরানো ও স্মার্ট মিটারের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য নেই। তবে যেসব গ্রাহকের মিটার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তাদের ক্ষেত্রেই এই বিলসংক্রান্ত সমস্যা বেশি দেখা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service