2025-11-21
Ramnagar, Agartala,Tripura
দেশ

‘স্মার্ট আত্মনির্ভর অস্ত্রাগার ২০৪৭’ বই প্রকাশ করলেন সাউদার্ন কমান্ড প্রধান

জনতার কলম ওয়েবডেস্ক :- দক্ষিণ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ধীরজ সেঠ আজ প্রকাশ করলেন ব্রিগেডিয়ার (ড.) বিজু জ্যাকব, ভিএসএম রচিত বই ‘Smart Atmanirbhar Arsenal for Viksit Bharat 2047’। দেশের প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থা, উদ্ভাবন ও আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে এই গ্রন্থ গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলে মত বিশেষজ্ঞদের।

বইটিতে ভারতের গোলাবারুদ উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ, অত্যাধুনিক প্রযুক্তির সংযুক্তিকরণ এবং নিরাপদ–সহনশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার মতো বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ভারতকে বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রে পরিণত করার যে জাতীয় দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে বইটির রূপরেখা সরাসরি সামঞ্জস্যপূর্ণ।

লেফটেন্যান্ট জেনারেল ধীরজ সেঠ নিজেই বইটির ভূমিকাংশ লিখেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী ঘোষিত ‘জেএআই’—Jointness (সমন্বয়), Atmanirbharta (আত্মনির্ভরতা) ও Innovation (উদ্ভাবন)—এই ত্রিমন্ত্রের কথা উল্লেখ করে সেনাবাহিনীর ‘Year of Transformation’-এর গুরুত্ব তুলে ধরেন।

বইটির অবদানের জন্য লেখককে প্রশংসা করে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করতে এই বই অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিকসিত ভারত@২০৪৭ গঠনের পথে এটি তাৎপর্যপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service