জনতার কলম ওয়েবডেস্ক :- নয়াদিল্লিতে সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (AIIMS)-এর ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “AIIMS আজ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ডায়াগনস্টিকস ও রোবোটিক সার্জারি প্রশিক্ষণের ক্ষেত্রে দেশের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
তিনি আরও জানান, “আমরা যখন ‘স্বচ্ছ ভারত, স্বাস্থ্য ভারত’ কর্মসূচি শুরু করি, তখনই ‘কায়াকল্প’ উদ্যোগও চালু করা হয়। এই প্রকল্পে পরপর প্রথম স্থান অর্জনের জন্য আমি আন্তরিকভাবে AIIMS-কে অভিনন্দন জানাই।”
নাড্ডা স্মরণ করিয়ে দেন, “গত শতাব্দীর শেষ পর্যন্ত দেশে মাত্র একটি এমস ছিল — সেটিও দিল্লিতে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন দেশে মোট ২৩টি AIIMS প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “গত ১১ বছরে দেশে চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে। একসময় ভারতে মাত্র ৩৮৭টি মেডিকেল কলেজ ছিল, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৯-এ।”
কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে যে ব্যাপক অগ্রগতি হয়েছে, তা দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়।





Leave feedback about this