2024-12-03
agartala,tripura
রাজ্য শিক্ষা

স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কোন আপস করা চলবে না, কেন্দ্র ও রাজ্য সরকার দুই ক্ষেত্রেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : পর্যটনমন্ত্রী 

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শেষ হল রাজ্যভিত্তিক কলা উৎসবের। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আলোচনা করতে গিয়ে তিনি বলেন,গ্রামের স্কুলের ছেলে-মেয়েরা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে সফলতা পাচ্ছে। কারণ পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেই তা সম্ভব হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আগামী দিনে আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে।

স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কোন আপস করা চলবে না। কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই দুটি ক্ষেত্র সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকারের ক্ষেত্র। তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপ্তি হয় বৃহস্পতিবার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সমগ্র শিক্ষা প্রকল্পে হয় কলা উৎসব।

রাজধানীর রবীন্দ্র ভবনে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা এন সি শর্মা সহ অন্যরা। এদিন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার ও চেক তুলে দেন মন্ত্রী সহ অতিথিরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছিল।তারা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। রাজ্য ভিত্তিক কলা উৎসব শুরু হয়েছিল ১২ নভেম্বর।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service