2024-12-16
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

স্বামী দয়ালানন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের স্বাস্থ্যশিবির ও সচেতনতামূলক কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  পূর্ব যোগেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং স্বামী দয়ালানন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের যৌথ উদ্যোগে স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত এক স্বাস্থ্যশিবির ও সচেতনতামূলক কর্মসূচি। স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে আয়োজিত বৃহস্পতিবারের এই স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। শিবিরে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অত্যন্ত সময়োপযোগী এধরনের কর্মসূচির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে রাজিব ভট্টাচার্য বলেন, মূলত সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকের সুস্বাস্থ্য বজায় রাখতে এই কর্মসূচির আয়োজন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service